| চুয়াডাঙ্গা একাডেমী, চুয়াডাঙ্গা । আবুল কাসেম সড়ক , একাডেমী মোড় , চুয়াডাঙ্গা । |
অত্র বিদ্যালয়ে বর্তমানে ৭ জন শিক্ষক এবং ৬ জন শিক্ষকা ১ জন সহকারী গ্রন্থাগারিক ১জন অফিস সহকারী ও ২জন দপ্তরী আছে। এছাড়া বেসরকারি/অস্থায়ীভাবে ১জন আয়া ও ১জন নৈশ প্রহরী আছে যাদেরকে স্কুল ফান্ড থেকে ভাদাদি প্রদান করা হয়। স্কুল প্রাঙ্গনে সমাবেশ, ছোট ধরনের খেলাধুলা ইত্যাদি করিবার মত স্থান বিদ্যমান। ছাত্র শিক্ষকের জন্য ৪টি সেনেটারী পাঁকা পায়খানা ও প্র¯্রাবখানা রহিয়াছে। ইহা ছাড়া পৌরসভার সরবরাহের পানি ও একটি আর্সেনিকমুক্ত টিউবয়েল আছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
|---|
