চুয়াডাঙ্গা শহরের প্রান কেন্দ্র আলমডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা একাডেমী মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ১৯৬৬ সাল থেকে অদ্যবধি সুনামের সাথে অত্র এলাকাকার দরিদ্র ও মধ্যবর্ত্তী শ্রেণীর পরিবারের সন্তানদের শিক্ষাদান করে আসছে। অত্র বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা ৫২৫ জন। বিদ্যালয়টিতে প্রতি বছর উল্লেখযোগ্য ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ভাল ফলাফল করে আসছে।এস.এস.সি পরীক্ষায় পাশের হার ২০০৮ সালে ৮১.৯৭% ২০০৯ সালে ৯৬.০৮% ২০১০ সালে ৯১.০৪% ২০১১ সালে ৯৫.০৮% ২০১২ সালে ৯৮.২৪% ২০১৩ সালে ৯০.০০% এবং ২০১৪ সালে ৮৪.২১%। জেএসসি পরীক্ষায় ২০১০ সালে ৭৪% ২০১১ সালে ৯১.৫৯% ২০১২ সালে ৮১.৩৫% এবং ২০১৩ সালে ৮১%।
অত্র বিদ্যালয়ে বর্তমানে ৭ জন শিক্ষক এবং ৬ জন শিক্ষকা ১ জন সহকারী গ্রন্থাগারিক ১জন অফিস সহকারী ও ২জন দপ্তরী আছে। এছাড়া বেসরকারি/অস্থায়ীভাবে ১জন আয়া ও ১জন নৈশ প্রহরী আছে যাদেরকে স্কুল ফান্ড থেকে ভাদাদি প্রদান করা হয়। স্কুল প্রাঙ্গনে সমাবেশ, ছোট ধরনের খেলাধুলা ইত্যাদি করিবার মত স্থান বিদ্যমান। ছাত্র শিক্ষকের জন্য ৪টি সেনেটারী পাঁকা পায়খানা ও প্র¯্রাবখানা রহিয়াছে। ইহা ছাড়া পৌরসভার সরবরাহের পানি ও একটি আর্সেনিকমুক্ত টিউবয়েল আছে।